ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলারিকে চ্যালেঞ্জ ট্রাম্পের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলারিকে চ্যালেঞ্জ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় এ চ্যালেঞ্জ জানিয়েছেন ট্রাম্প।

হিলারিকে ‘সবচেয়ে বাজে ও সর্বোচ্চ পরাজিত প্রার্থী’ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘আবার চেষ্টা করে দেখুন’

তিনি লিখেছেন, ‘তিনি থামবেন না যা রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবার চেষ্টা করুন।’

এর আগে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়য়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন হিলারি। ট্রাম্পের বিজয়ের পেছনে যেসব কারণ রয়েছে তার মধ্যে রাশিয়ার হস্তক্ষেপ অন্যতম বলে দাবি করেন হিলারি।

গত বছর নির্বাচনী প্রচারণার সময় হিলারি বলেছিলেন, ট্রাম্প যদি জেতে তাহলে তিনি রাশিয়ার হাতের পুতুলে পরিণত হবেন। সাক্ষাৎকারে হিলারির কাছে জানতে চাওয়া হয় এ মন্তব্যকে এখনো তিনি সমর্থন করেন কিনা। জবাবে ডেমোক্রেট দলের সাবেক এই প্রার্থী জানান, তিনি এখনো আগের মতকেই সমর্থন করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়