ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনে শ্রমিকদের বাসভবনে আগুন, নিহত ১৯

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে শ্রমিকদের বাসভবনে আগুন, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণে একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে ডাক্সিং জেলার অভিবাসী শ্রমিকদের আবাসন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকায় কয়েকটি পোশাক কারখানাও রয়েছে। অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীদের কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে বেইজিং পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

অগ্নিনির্বাপন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০টি অগ্নিনির্বাপন গাড়ি তিন ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনের ভেতরে আটকে পড়া কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনা এমন সময় ঘটলো যখন বেইজিং কর্তৃপক্ষ নগরের সৌন্দর্যবর্ধনের জন্য দেখতে অসুন্দর এমন দোকানপাট উচ্ছেদ করছে। অধিকার কর্মীদের অভিযোগ, অনেক সময় কর্তৃপক্ষ অভিবাসী শ্রমিকদের তাদের স্বস্তার বাসভবন থেকেও জোর করে উচ্ছেদ করছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়