ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুযোগের অপেক্ষায় থাকতে চায় না কুমিল্লা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুযোগের অপেক্ষায় থাকতে চায় না কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে যে দল জয় পাবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আর যে দল হার মানবে তাদের সামনে আরো একটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে জয় পেলে তারাও যেতে পারবে ফাইনালে।

তবে এই সুযোগের অপেক্ষায় থাকতে চান না কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি প্রথম সুযোগ কাজে লাগিয়েই ফাইনালে যেতে চান, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমাদের আরেকটা ম্যাচ আছে। আমি চিন্তা করছি যে আমাদের আর একটা ম্যাচই আছে। ওটা আমরা কিভাবে ভালোভাবে খেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমরা যেদিন কাউকে বিশ্রাম দিয়ে থাকি সেদিনও আমাদের জেতার পূর্ণ ইচ্ছা থাকে। এই ধরনের টুর্নামেন্টে যেকোন সময় মোমেন্টাম হারালে হয়তো হিতে বিপরীত হতে পারে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা তাই ভাবছি সামনে একটা ম্যাচই আছে। ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ। সে কারণে দারুণ একটি গেম প্লান প্রয়োজন কুমিল্লার। কিন্তু আগের প্লান নিয়েই খেলবে কুমিল্লা। কোচ সালাহউদ্দিন বলেন, ‘আমরা আগে যে প্লান করেছি, সেই একই মন মানসিকতা নিয়ে যাচ্ছি। আমরা প্রতিটা ম্যাচ খেলি ওইভাবে যে একটা ম্যাচ হেরে গেলেই আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব। এই মন মানসিকতায় থাকতে পারলে আমাদের জন্য ভাল। এভাবে প্লান করেই আমরা আগাব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়