ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত

রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সেই বংশীয় ধারার রাজনীতির হাত ধরেই ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন নেহেরু-গান্ধী পরিবারের উত্তরসূরি ও রাজিব-সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী।

সভাপতি নির্বাচনে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অভ্যন্তরীণ রিটার্নিং অফিসার মুলাপ্পালি রামাচন্দ্রনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী।’ গত সপ্তাহে সভাপতি পদে শুধু রাহুল গান্ধীই মনোনয়নপত্র জমা দেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

রাহুল গান্ধীর সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের দীর্ঘমেয়াদি সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করছেন তার মা সোনিয়া গান্ধী। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব গ্রহণ করবেন রাহুল গান্ধী।

গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষের দুই দিন পর শনিবার দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম ব্যক্তি হিসেবে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৪৭ বছর বয়সি রাহুল গান্ধী। সভাপতি হিসেবে রাহুলের অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনার মুখে রয়েছে কংগ্রেস। অনেকে মনে করেন, রাহুল গান্ধীর এই পদায়ন কংগ্রেসে বংশীয় রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দলের ভেতরেও কিছু বিরোধিতা ছিল। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শেহজাদ পুনাওয়ালা দলের সাংগঠনিক নির্বাচন একটি লজ্জার বিষয়। কারণ, রাহুল গান্ধী দলে ‘অন্যায্য সুবিধা’ পেয়ে থাকেন।




রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়