ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিলিপাইনে ঝড়, ভূমিধস-বন্যায় নিহত ২০০

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ২৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে ঝড়, ভূমিধস-বন্যায় নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া ঝড় ও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে শুক্রবার গ্রীষ্মকালীন ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।

ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের পর ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০০ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি কাজে নিয়োজিত কর্মী এবং সেনারা দুর্ঘটনাকবলিত এলাকায় ছুটে গেছেন। তারা হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৭/সাইফ/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়