ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ইমরুল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ইমরুল

ইমরুল কায়েস (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : দুয়ারে ত্রিদেশীয় সিরিজ। প্রতিপক্ষ দুই দলেই আবার বাংলাদেশের প্রাক্তন দুই কোচ। চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কা আর হিথ স্ট্রিক জিম্বাবুয়ের কোচ হয়ে বাংলাদেশ সফরে আসছেন। ফলে বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক দুশ্চিন্তা। তবে এসব নিয়ে মোটেই চিন্তিত নন ইমরুল কায়েস। প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ বাঁহাতি এই ব্যাটসম্যানের।

শুক্রবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন ইমরুল। প্রতিপক্ষ দুই দল নিয়ে ইমরুল বলেন, ‘আমরা যদি আমাদের মতো খেলতে পারি, তাহলে আমাদের অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নাই। আমরা জানি আমাদের কন্ডিশনে আমরা কতটা শক্ত দল। হ্যাঁ, হাথুরু আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। কিন্তু মূল জিনিস হচ্ছে মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করা।’

২০১০ সালের  ডিসেম্বরের পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ হারেনি। জিতেছে শেষ আট ম্যাচেই। তবে জিম্বাবুইয়ানদের নিয়ে সতর্কই ইমরুল, ‘ক্রিকেট খেলা আপনি বলতে পারেন না যে, পারবে না। ১১ জনের বেশি তো খেলতে পারে না। কাজেই যারা যেদিন পরিকল্পনা কাজে লাগাতে পারবে, তারাই ম্যাচ জিতবে।’




রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়