ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভবিক জীবনযাত্রা। বেশি কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ ।  জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

অপরদিকে বয়ে যাওয়া শৈত প্রবাহ’র সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা।সন্ধ্যা না হতেই পুরো জেলা শহর ঢেকে যায় এই কুয়াশার চাদরে। ভোরেও সূর্যের মুখ ঢাকা পড়ে থাকে কুয়াশায়। অন্যদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ফলে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে ।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে আরো দু-তিনদিন মাঝারি শৈত প্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১১ জানুয়ারি ২০১৮/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়