ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে ২৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ২৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে নতুন প্রজন্মকে দেশি-বিদেশি নানা জাতের ফুলের সঙ্গে পরিচিত করিয়ে দিতে ২৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে।

রোববার দুপুরে নগরীর টাউন হল মাঠে ময়মনসিংহ পৌরসভা-জেলা নার্সারি মালিক সমিতির সহায়তায় টানা চতুর্থবারের মতো মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান দুলাল, প্রধান সহকারী কাঞ্চন কুমার নন্দী প্রমুখ।



মেলায় ডালিয়া, কসমস, চন্দ্র মল্লিকা, গোলাপ, গাঁদাসহ বিভিন্ন জাতের ফুল ও ফুল গাছের বিপুল সমারোহ রয়েছে। এই মেলায় নানা বয়সী মানুষ ভিড় করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ফুলকে কে না ভালোবাসে? এ মেলার মাধ্যমে নগরবাসীর মধ্যে সৌন্দর্য্যবোধের চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপন করা সম্ভব। পাশাপাশি নগরীর বাসা-বাড়ির বারান্দায় ও ছাদে শখের বাগান গড়ে তোলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে পুষ্প মেলার আয়োজন করা হচ্ছে।




রাইজিংবিডি/ময়মনসিংহ/১৪ জানুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়