ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হেলিকপ্টার দিয়ে ছেলেকে খুঁজে পেলেন বাবা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলিকপ্টার দিয়ে ছেলেকে খুঁজে পেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতরে আটকে থাকা ছেলেকে ৩০ ঘণ্টা পর হেলিকপ্টার দিয়ে খুঁজে বের করতে সক্ষম হয়েছেন বাবা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্যামুয়েল লেথব্রিজ নামের ১৭ বছরের ওই কিশোর রোববার গাড়ি নিয়ে বের হয়েছিলেন তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন স্যামুয়েলের বাবা। তিনি বিষয়টি পুলিশকে জানান। তবে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

স্যামুয়েলের বাবা টনি লেথব্রিজ জানান, তার সন্দেহ হচ্ছিল ছেলে হয়তো গাড়ি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এরপরই তিনি হেলিকপ্টার ভাড়া করে ছেলেকে খুঁজতে নামেন। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তিনি ক্র্যাংগান বে এলাকায় ঝোপঝাড়ের মধ্যে আটকে থাকা ছেলের গাড়ির সন্ধান পান। বিষয়টি জরুরি সেবা বিভাগে জানানো হয়। এরপর ৩০ ঘণ্টা আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে থাকা স্যামুয়েলকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার নেটওয়ার্ক সেভেন চ্যানেলকে লেথব্রিজ বলেছেন, স্যামুয়েল পালিয়ে গেছে- এ জাতীয় কথাবার্তা অনেকে বলছিল। কিন্তু স্যামুয়েল তেমন ছেলে নয়।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়