ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পাঁচ লাখ মৌমাছি হত্যায় দুই মার্কিন বালক গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ লাখ মৌমাছি হত্যায় দুই মার্কিন বালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় পাঁচ লাখ মৌমাছিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই বালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ডিসেম্বরে দেশটির সিআউক্স সিটিতে ওয়াইল্ড হিল হানি নামে এক মধু উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৫০টি মৌচাক নষ্ট করেছিল তারা।

ওয়াইল্ড হিল হানি’র  মালিক জানিয়েছেন, দুই বালকের বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে। এদের কারণে তার ৬০ হাজার মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানটির অংশীদার জাস্টিন এনগালহার্ডট স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তারা প্রত্যেকটি মৌচাকে হানা দিয়েছে এবং সব মৌমাছিকে হত্যা করেছে। তারা আমাদের পুরোপুরি পথে নামিয়ে দিয়েছে।’

এনগালহার্ডট ও তার স্ত্রী ২৮ ডিসেম্বর দেখতে পান মৌচাকগুলো বরফ দিয়ে ঠেসে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তারা আমাদের চালাগুলো ভেঙ্গে ফেলেছে, আমাদের সব যন্ত্রপাতি নিয়ে বরফের মধ্যে ফেলে দিয়েছে, যতটুকু পেরেছে ভাঙ্গচুর করেছে। কোনো কিছুই চুরি হয়নি, তবে সবকিছু তছনছ করা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।’

গত বছর মৌচাক ধ্বংসের এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকে এনগালহার্ডটের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই মধু ব্যবসায়ীকে নতুন করে ব্যবসা শুরুর জন্য ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল।

পুলিশ অবশ্য পরে দুই বালককে গ্রেপ্তার করতে সমর্থ হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়