ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৮২ শতাংশ সম্পদ ১ শতাংশ ধনীর হাতে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮২ শতাংশ সম্পদ ১ শতাংশ ধনীর হাতে

আন্তর্জাতিক ডেস্ক : সম্পদের ক্রমবর্ধন অসম বন্টনের কারণে গত বছর বিশ্বের ৮২ শতাংশ সম্পদ মাত্র এক শতাংশ ধনীর হাতে থেকেছে। একই সময় বিশ্বের অর্ধেক হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ছিল আগের মতোই সরল রৈখিক। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম তাদের নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বৈশ্বিক সম্পদের পরিমাণ ৯ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে ৭ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদের মালিক হয়েছে সাড়ে সাত কোটি লোক। আর ৩৭০ কোটি লোকের ভাগ্যে কোনো উন্নয়নই ঘটেনি, তারা আগের অবস্থাতেই থেকে গেছে।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরমের বৈঠককে সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে শত কোটি ডলার সম্পদের মালিকের সংখ্যা কিছুটা বেড়েছে। গত বছর এই সংখ্যা ২ হাজার ৪৩ রেকর্ড করা হয়েছে। এসব ধনীর সম্পদের পরিমান গত ১২ মাসে ৭৬২ বিলিয়ন ডলার বেড়েছে।

অক্সফাম গ্লোবালের প্রধান নির্বাহী মার্ক গোল্ড রিং বলেছেন, পরিসংখ্যান এটাই ইঙ্গিত দিচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে মারত্মক গড়বড় দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘শীর্ষে অত্যাধিক সম্পদ জমা হওয়া উন্নয়নশীল অর্থনীতির লক্ষণ নয়, তবে এটি এমন একটি ব্যবস্থার লক্ষণ যা আমাদের জন্য পোষাক তৈরি ও খাদ্য উৎপাদনকারী দারিদ্র সীমায় থাকা কোটি কোটি মানুষের উন্নয়নে ব্যর্থতা।’

তিনি জানান, সত্যিকারার্থে দারিদ্রতার মূল উৎপাটনে কাজ করতে হলে জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি, পরিমিত অবস্থা এবং নারীর সমতা প্রয়োজন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়