ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে রিখটার স্কেলে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৩১ মিনিটে কোডিয়াক আইল্যান্ডের চিনিয়াক এলাকার ২৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের ফলে জারি করা সুনামি সতর্কতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলাম্বিয়া ও আলাস্কায় কার্যকর থাকবে।

তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র : রয়টার্স


রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়