ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাশিয়ার ভূমিকা বাঙালির মুক্তি সংগ্রামকে বেগবান করেছে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ার ভূমিকা বাঙালির মুক্তি সংগ্রামকে বেগবান করেছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-রাশিয়ার ৪৬তম কূটনৈতিক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

বোরবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার আই ইগনাটোভ। সভাপতিত্ব করেন বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহায়তা করেন বাংলাদেশে বেলারুশের আনারারি কনসাল অনিরুদ্ধ রায়। অনুষ্ঠানে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সরকারি আমলা, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ভারত ও রাশিয়ার সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা কঠিন হয়ে পড়তো। বর্তমান রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জাতিসংঘে ভোটো প্রদানের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে রক্ষা ও বেগবান করেছে। বর্তমানে রাশিয়া, বাংলাদেশের উন্নয়নে ও কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত বন্ধুর মতো অংশগ্রহণ করছেন।

তিনি তার বক্তব্যে দু’দেশের বিদ্যমান এ সম্পর্ক দু’দেশের জনগণের মাঝে দিন দিন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়