ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শায়খ আব্দুর রহমানের দেহরক্ষীর ভাইসহ গ্রেপ্তার ১০

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শায়খ আব্দুর রহমানের দেহরক্ষীর ভাইসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় রোববার রাতভর পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানের দেহরক্ষীর ভাই ছাত্রশিবিরের সাবেক নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উপজেলা শ্রমিক দল সভাপতি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, সন্ত্রাস দমনে কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রোববার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বামিয়া গ্রাম থেকে তৈয়েবুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে শায়খ আব্দুর রহমানের দেহরক্ষীর ভাই। কয়রা উপজেলার বামিয়া গ্রামের আমজাদ হোসেন গাজীর ছেলে তৈয়েবুর রহমান এক সময় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এছাড়া রাতভর অভিযানে উপজেলা শ্রমিক দল সভাপতি আজিজুর রহমান (৪০), সাজাপ্রাপ্ত আসামি ইতি আক্তার (২৬), ওয়ারেন্টভুক্ত আসামি আহাদ গাজী (৩৫) ও মোকছেদ সরদারসহ (৪৬) ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই ফারুক হোসেন মৃধা, এসআই শেখ গোলাম আজম অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।



রাইজিংবিডি/খুলনা/৫ ফেব্রুয়ারি ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়