ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খালেদার সঙ্গে দেখা করতে কারা ফটকে রেজ্জাক-মওদুদরা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার সঙ্গে দেখা করতে কারা ফটকে রেজ্জাক-মওদুদরা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে গেছেন আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মওদুদ আহমদসহ তার আইনজীবী প্যানেলের সদস্যরা।

শনিবার দুপুর পৌনে ৩টার দিকে তারা কারা ফটকে যান। এ সময় প্যানেলের অন্যান্য আইনজীবী ছিলেন। তারা সংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করতে গিয়েছেন। তবে আগে থেকে অনুমতি নিয়ে এসেছেন কি না, সে বিষয়টি তারা স্পষ্ট করেননি।

ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দীন সরকারসহ আমরা পাঁচজন নেত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আমরা জানি না এখনো অনুমতি দেওয়া হয়েছে কি না। তার সঙ্গে দেখা করে কথা বলব। তার কোনো নির্দেশনা আছে কি না, তা শুনব।’

খালেদা জিয়ার ডিবিশন প্রাপ্তির প্রসঙ্গে এ আইনজীবী বলেন, ‘আইন অনুযায়ী ১৮টি ক্যাটাগরির কারাবন্দিরা অটোম্যাটিক্যালি ডিভিশন পান। এ জন্য আলাদা আবেদন করতে হয় না। কিন্তু দুঃখের বিষয় খালেদা জিয়াকে কারাগারে আনার পর এখনো ডিভিশন দেওয়া হয়নি।’

খালেদাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মতো রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘এটি একটি নির্জন ও পরিত্যক্ত কারাগার। এখানে ফাঁসির আসামিদের যেভাবে রাখা হয় তাকেও সেভাবেই রাখা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। রায়ের নথিপত্র পেলে আমরা দ্রুত আদালতে আপিল করব।’

এর আগে দুপুর ২টার দিকে খালেদা জিয়ার ডিবিশন প্রাপ্তির আবেদন নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে উপস্থিত হয়েছিলেন তার চার আইনজীবী। ব্যারিস্টার এহসানুর রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আইনজীবী এম এম জুলফিকার আলী, মো. তাহেরুল ইসলাম এবং মাহবুবুর রহমান ডিভিশন প্রাপ্তির আবেদন নিয়ে কারা ফটকে যান। তবে কারা ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে দুপুর সোয়া ২টার দিকে আইনজীবীরা কারা অধিদপ্তরের দিকে যান।’

গত বৃহস্পতিবার দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকা একটি বিশেষ আদালত। ওই দিন বিকেলে তাকে নাজিমুদ্দিন রোডের কারাগারে নিয়ে যাওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়