ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ১০ শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ১০ শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় ১০ শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার বলিহার ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে এদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, প্রশান্ত বাড়ৈ, মনিরা খানম, মনির হাওলাদার, কবিতা কির্ত্তনীয়া, অশোক জয়ধর, শামীম আহম্মেদ, মোহসিন তালুকদার, লায়েকউজ্জামান, নিয়াজ মকদুম ও জয় প্রকাশ বিশ্বাস।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিলাল হোসেন জানিয়েছেন, ওই পরীক্ষা কেন্দ্রে তিনটি রুমে পদার্থ বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাকিং এবং বিশ্ব সভ্যতা পরীক্ষায় পাশাপাশি পরীক্ষার্থীদের একই সেট প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রের ১০২, ১০৩ ও ১০৪ নং রুমে বিষয়টি আমার দৃষ্টিতে আসে। পরে আমি কেন্দ্র সচিবকে জানালে তিনি ওই শিক্ষকদের আজীবনের জন্য বহিষ্কার করেন।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস বলেন, শিক্ষকদের দায়িত্ব ছিল খাতা স্বাক্ষরের সময় খাতা ও প্রশ্নগুলো মিলিয়ে দেখা। তারা সেটা করেননি। পরবর্তী সময়ে ওই কেন্দ্রগুলোতে নতুন শিক্ষকদের দায়িত্ব দেয়া হবে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৩ ফেব্রুয়ারি ২০১৮/বাদল সাহা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়