ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আত্মজীবনী লিখছেন রাষ্ট্রপতি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মজীবনী লিখছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : আত্মজীবনী লেখা শুরু করেছেন বলে জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘সময় পাওয়া যায় না। যতটুকু পাই লিখি। অনেকটা এগিয়েছে।’

এ সময় তিনি অনেকটা মজা করে বলেন, ‘ভেবেছিলাম ২৩ ফেব্রুয়ারির পরে মুক্ত জীবন ফিরে পাব, কিন্তু সেটা তো আর হলো না।’

মঙ্গলবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির কিছু আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরাসরি সাংবাদিক লাউঞ্জে এসে এ কথা বলেন। এ সময় তিনি সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন। নিজের ব্যক্তি জীবনের কথাও তুলে ধরলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘আত্মজীবনী লেখা শুরু করেছি, অনেক দূর এগিয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপে খুব বেশি সময় দিতে পারি না। তবে আত্মজীবনী  লেখে শেষ করব।’

সাংবাদিক লাউঞ্জে আসার পর উপস্থিত সাংবাদিকরা তাকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় অভিনন্দন জানান। রাষ্ট্রপতি সাংবাদিকের একটি মধ্যহ্নভোজের আমন্ত্রণের কথা জানান। শিগগিরই এ তারিখ জানানো হবে বলে জানান তিনি। এ নিয়েও নানা হাস্যরসে মেতে ওঠেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘মিষ্টি নয়, ফুল পেট খাওয়াব।’

সুযোগ পেলেই পুরোনো ঠিকানায় আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুযোগ পেলেই সংসদে যেমন আসেন, তেমনি আসেন সংসদে তার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

রাষ্ট্রপতি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেওয়া তার বক্তব্য নিয়েও গল্প করেন। বিভিন্ন সমাবর্তনে দেওয়া বক্তব্য নিয়ে হাস্যরসের বিষয়ে তিনি বলেন, ‘আমি মেইন ডিশের সঙ্গে একটু চাটনি দেই আর কী?’

আগামী ২৩ এপ্রিলের পর পুনরায় রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আবদুল হামিদ। প্রায় ২০ মিনিট কাটান সাংবাদিকদের সঙ্গে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়