ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিব্বতের লাসায় প্রাচীন আশ্রমে অগ্নিকাণ্ড

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিব্বতের লাসায় প্রাচীন আশ্রমে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের লাসায় সেখানকার বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহস্রাব্দ প্রাচীন জোখাং আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আশ্রমের ছাদের ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। কমপক্ষে একটি প্যাগোডা পুড়ে গেছে।

চীনা গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে আগুন লাগে আশ্রমে। তবে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আশ্রমে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও পরিষ্কার হওয়া যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি।

চীনের মূল সভ্যতা থেকে বলতে গেলে বিচ্ছিন্ন কিন্তু ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ তিব্বতের অধিকাংশ বাসিন্দা বৌদ্ধ ধর্মাবলম্বী। এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এর অবস্থান হওয়ায় তিব্বতকে বলা হয় ‘পৃথিবীর ছাদ’।

জোখাং আশ্রম ১ হাজার বছরেরও বেশি প্রাচীন। এটি ইউনেসকো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য।

বিবিসি জানিয়েছে, আশ্রমে আগুন লাগার ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা শুরু হলে, তা নিয়ন্ত্রণ করার চেষ্ট করে চীনা কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ/রাপা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়