ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক উদ্বেগ-উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে মালদ্বীপে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো ৩০দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটি এক রুদ্ধদার বৈঠকে ইয়ামিনের জরুরি অবস্থার ডিক্রি অনুমোদন করে এর মেয়াদ বাড়ানোর অনুরোধে সায় দেয়।

বিরোধীদলীয় এমপি’রা এ ভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ভোট বয়কট করেছে। তাদের অভিযোগে ক্ষমতাসীন দল পার্লামেন্টে ডিক্রি অনুমোদনের জন্য কোরামের উপস্থিতি ছাড়াই এই জরুরি অবস্থার অনুমোদন দিয়েছে। জরুরি অবস্থার নতুন মেয়াদ শেষ হবে ২২ মার্চ।

৮৫ আসনের পার্লামেন্টে ইয়ামিনের দল বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। তবে ১২ নিজের দলের সদস্য ফ্লোর ক্রসিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবে বিরোধী দলের পক্ষে যোগ দিতে চাইলে তাদেরকে বরখাস্ত করেছিলেন ইয়ামিন।

ইয়ামিনের কার্যালয় তাৎক্ষনিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে সোমবার প্রেসিডেন্টে কার্যালয় জানিয়েছিল, মালদ্বীপের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে এবং দেশটির সাংবিধানিক সংকটের সমাধান এখনও হয়নি। তাই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ইয়ামিন।

এর আগে আদালত-সরকার দ্বন্দ্বের জেরে ৫ ফেব্রুয়ারি ইয়ামিন দেশজুড়ে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়