ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় অনুবাদ গ্রন্থ নেমেসিস প্রকাশিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় অনুবাদ গ্রন্থ নেমেসিস প্রকাশিত

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে পান্থ বিহোসের অনুবাদে আইজ্যাক আসিমভের বই ‘নেমেসিস’।

বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন ডিলান। ৪৩২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪২০ টাকা।

বইটি অনুবাদ প্রসঙ্গে পান্থ বিহোস জানিয়েছেন, অনেকের মতে, আসিমভের ফাউন্ডেশন সিরিজের পর সেরা কাজ হচ্ছে ‘নেমেসিস’। আসিমভ নিজেই স্বীকার করেছেন, নেমেসিস তার অন্যান্য লেখার চেয়ে একটু আলাদা ধরনের। এই সায়েন্স ফিকশনটির ধরণ থ্রিলারের মতো। সায়েন্স ফিকশন ও থ্রিলার পছন্দ করেন-এমন পাঠকের বইটা ভালো লাগবে। পড়তে পড়তে পাঠক পৃথিবী থেকে দুই আলোকবর্ষ দূরে নেমেসিসের জগতে হারিয়ে যাবেন। রহস্য, রোমাঞ্চ আর শিহরণ জাগানো ভয়ংকর এক জগৎ নেমেসিস।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়