ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিনোদনে ৬৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনোদনে ৬৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব সরকার বিনোদন খাতে আগামী দশকে ৬ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে।

দেশটির সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার রিয়াদে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের প্রধান আহমেদ বিন অকিল আল-খাতিব বলেছেন, সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই বিনিয়োগের এ অর্থ আসবে।

 



তিনি জানান, এ বছর  দেশজুড়ে পাঁচ হাজারের বেশি অনুষ্ঠান করার পরিকল্পনা নেয়া হয়েছে। রিয়াদে  দেশের প্রথম অপেরা হাউস নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

দুই বছর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি শুরু করেন যা ভিশন টোয়েন্টিথার্টি নামে পরিচিত। বলা হচ্ছে, রক্ষণশীল সৌদি আরবে বহুমুখী অর্থনৈতিক কার্যক্রম ও তেলের ওপর নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ নিয়েছেন যুবরাজ।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়