ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘কেবল মৃত্যুই আমাকে ঠেকাতে পারে’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেবল মৃত্যুই আমাকে ঠেকাতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, কেবলমাত্র মৃত্যুই তাকে সৌদি আরবের শাসন থেকে ফিরিয়ে রাখতে পারবে। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্রিন্স মোহাম্মদ বলেছেন, ‘কেবল আল্লাহই জানেন কে কতটুকু সময় বাঁচবেন, কেউ ৫০ বছর অথবা তাও না। তবে সবকিছু যদি স্বাভাবিক থাকে তাহলে সেটা আশা করা যায়।

উপস্থাপিকা নোরাহ ও ডনেল সৌদি যুবরাজের কাছে জানতে চান, তাকে ঠেকানোর মতো কোনো কিছু আছে কি-না। জবাবে যুবরাজ বলেন, ‘কেবল মৃত্যু।’

কয়েক মাস আগে রিয়াদের রিৎজ কারটন হোটেলে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন যুবরাজ ও সরকারি কর্মকর্তাকে আটক রাখার নির্দেশ দিয়েছিলেন প্রিন্স মোহাম্মদ। পরে অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়।

সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী সাক্ষাৎকারে জানান, এর মাধ্যমে সরকার ১০০ বিলিয়ন মার্কিন ডলার জব্দ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবে যা করেছি তার অনেক বেশি প্রয়োজন ছিল। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিদ্যমান ও প্রকাশিত আইন অনুযায়ী করা হয়েছে।’

সম্প্রতি সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান ও স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ করে দেওয়ার মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এ ব্যপারে প্রিন্স মোহাম্মদ বলেন, তার দেশে নারী ও পুরুষের মর্যাদা সমান। ‘আমরা সবাই মানুষ এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়