ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি জিনপিংয়ের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক : স্বশাসিত তাইওয়ান বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের সমাপ্তিতে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

চীনের স্পর্শকাতর ইস্যুগুলোর মধ্যে তাইওয়ান অন্যতম। সম্ভবত এটি বিপজ্জনক সামরিক ইস্যুও। ২০১৬ সালে স্বাধীনতাপন্থি দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি নির্বাচনে জিতলে তাইওয়ানের প্রেসিডেন্ট হন তিসাই ইং ওয়েন। এরপর থেকেই চীন-তাইওয়ান সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।

এনপিসির তিন হাজার প্রতিনিধির সামনে দেওয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, এটা সব চীনা নাগরিকের যৌথ আকাঙ্খা এবং চীনের স্বার্বভৌত্ব ও আঞ্চলিক অখন্ডতা এবং চীনের সম্পূর্ণ পুণঃএকত্রিকরণ তাদের মৌলিক স্বার্থের রক্ষাকবচ।’

তিনি বলেন, ‘চীনকে বিচ্ছিন্ন করার যে কোনো পদক্ষেপ ও অপকৌশল ব্যর্থ করে দেওয়া হবে এবং এর সঙ্গে মিলবে জনগণের নিন্দা ও ইতিহাসের শাস্তি।’

চীনা প্রেসিডেন্ট আরো বলেন, ‘চীনা জনগণ একটি যৌথ বিশ্বাসকে লালন করে যা কখনোই আমাদের মহান দেশ চীনের এক ইঞ্চি মাটি বিচ্ছিন্ন করাও সম্পূর্ণ অসম্ভব এবং কখনোই তার অনুমতি দেবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়