ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের হো চি মিন শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ভো ভান কিয়েত সড়কের কারিনা প্লাজায় এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ ভবনটির জানালা দিয়ে লাফিয়ে পড়েও মারা গেছে।’

তিনি বলেন, ‘আহতদের অবস্থা স্থিতিশীল। ভবনের ভেতরে আর কেউ আটকা পড়ে আছে কিনা আমরা তা খুঁজে দেখছি।’

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার দিকে ভবনের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনটিতে বাস করা শতাধিক মানুষ আটকা পড়ে। ভবনটিতে ৭৩৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

অগ্নিনির্বাপন বাহিনীর ৩০টিরও বেশি গাড়ি এবং ২০০ জনের বেশি কর্মীর এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়