ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কঠোর অস্ত্র বিক্রি আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে র‌্যালি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঠোর অস্ত্র বিক্রি আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক : কঠোর অস্ত্র বিক্রি আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক লাখ ‌র‌্যালি বের করতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এই র‌্যালি শুরু হওয়ার কথা।

ওয়াশিংটন ডিসিসহ বিশ্বের ৮০০টি স্থানে এই র‌্যালির ডাক দিয়েছে‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামের একটি সংগঠন। মার্কিন কংগ্রেসকে কয়েক দশকের পুরনো অস্ত্র বিক্রি আইন সংশোধন ও নতুন করে কঠোর আইন প্রণয়ন করতে লন্ডন, সিডনি, টোকিও, মুম্বাইসহ যুক্তরাষ্ট্রের শতাধিক স্থানে র‌্যালি বের করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া অ্যাভিনিউতে র‌্যালিতে অংশ নিতে ইচ্ছুক লোকজন জড়ো হতে শুরু করেছে।

গত মাসে ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়। এরপরই কঠোর অস্ত্র বিক্রি আইনের দাবি জানিয়ে ‘মার্চ ফর আওয়ার লাইভস’সংগঠনটির যাত্রা শুরু হয়।

শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, সরকার বাম্প স্টক নিষিদ্ধ করতে পারে। এই বাম্প স্টকের মাধ্যমেই আধা স্বয়ংক্রিয় রাইফেলগুলো স্বয়ংক্রিয় অস্ত্রের মতো দ্রুত গুলিবর্ষণ করতে পারে। তবে অধিকারকর্মীরা আরো কঠোর পদক্ষেপ চাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়