ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরিয়ায় সামরিক পদক্ষেপ : যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় সামরিক পদক্ষেপ : যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ তুলে দেশটিতে কোনো ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।

জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া মঙ্গলবার বলেন, ‘আপনারা (যুক্তরাষ্ট্র ও মিত্ররা) যে পরিকল্পনা করছেন তা থেকে বিরত থাকতে আমি আপনাদের ফের অনুরোধ করছি।’

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে অনুসন্ধানের একটি প্রস্তাব মঙ্গলবার এনেছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার ভেটোতে তা ভেস্তে যায়। এ সময় ভ্যাসিলি নেবেনজিয়া এ কথা বলেন।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘কোনো ধরনের অবৈধ সামরিক পদক্ষেপ গ্রহণ করলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।’

তবে পশ্চিমা নেতারা জানিয়েছেন, সিরিয়ার দৌমায় কারা রাসায়নিক হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তারা একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সিরিয়ার সরকারের রাসায়নিক অস্ত্রকে লক্ষ্য করে নেওয়া হবে।

তথ্য : বিবিসি ও রয়টার্স



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়