ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পুলিশকে ভালোভাবে নিয়েছে জনগণ : আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশকে ভালোভাবে নিয়েছে জনগণ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : সবাই সহযোগিতা করায় পয়লা বৈশাখ উদযাপন শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব হয়েছে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

রোববার রাজারবাগের এক অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশকে ভালোভাবে নিয়েছে জনগণ।

পুলিশের কল্যাণ সভায় আইজিপি বলেন, ‘পয়লা বৈশাখের প্রতিটি অনুষ্ঠান সুন্দর ও নিরাপদ পরিবেশে হয়েছে। ঢাকা শহরের অনেক জায়গায় ঘুরে দেখেছি। মানুষের ঢল নেমেছিল পুরো শহরজুড়ে। একই সঙ্গে বৈশাখে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল পুরো দেশজুড়ে। পুলিশের কঠোর নিরাপত্তা ও বন্ধুসুলভ আচরণের জন্য মানুষ পুলিশকে ভালোভাবে নিয়েছে। সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছে। সবার আন্তরিকতায় সুন্দরভাবে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘এ পদে দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি মাসে রাজারবাগে কল্যাণ ঝুঁকিভাতার সমস্যার কথা শুনি। তবে দুই মাসের ব্যবধানে ১১ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাস্তবে রূপ নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার ভাষা নেই।’

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়