ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিনশেষে ওয়ালটন সেন্ট্রাল জোন ১৫৪/২

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনশেষে ওয়ালটন সেন্ট্রাল জোন ১৫৪/২

উইকেট শিকারের পর এবাদত হোসেনের উদযাপন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক ১৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ওয়ালটন সেন্ট্রাল জোন ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে। প্রাইম ব্যাংকের চেয়ে এখনো তারা ৩৭ রানে পিছিয়ে রয়েছে।

স্কোর : ওয়ালটন ১৫৪/২ (ওভার ৩৫)।
ব্যাটিং : সাদমান ৬৬* ও মার্শাল ১৬*।
আউট : সাইফ (৩০), আব্দুল মাজিদ (৪৪)।

প্রাইম ব্যাংক: ১৯১/১০ (ওভার ৪৯.৫) ।
আউট: কামরুল ইসলাম রাব্বি (৪), আব্দুর রাজ্জাক (১), নাঈম (২), জিয়াউর (১), নুরুল (২৮), মিথুন (১৮), তুষার (১৪), ইমরুল (২৬),​ এনামুল (২৩),​ফজলে মাহমুদ (৪০)।

সাদমান-মার্শালে দিন পার করল ওয়ালটন : ২ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ক্রিজে আছেন সাদমান ইসলাম ৬৬ রানে। আর মার্শাল আইয়্যুব ১৬ রানে। তারা দুজন আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। প্রাইম ব্যাংকের চেয়ে এখনো তারা ৩৭ রানে পিছিয়ে রয়েছে।

ফিরলেন মাজিদ : ৪৭ রানের মাথায় সাইফ হাসান বিদায় নেওয়ার পর সাদমান ইসলাম ও আব্দুল মাজিদ দলীয় সংগ্রহকে ১২৯ রান পর্যন্ত টেনে নেন। দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেছেন মাজিদ। আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ৪৪ টি রান।  

শতরান পেরিয়ে ওয়ালটন : প্রাইম ব্যাংকের করা ১৯১ রানের জবাবে ওয়ালটন সেন্ট্রাল জোন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে। ২৮ ওভার শেষে ওয়ালটনের সংগ্রহ দাঁড়িয়েছে ১১৭ রান। ব্যাট করছেন সাদমান ইসলাম (৪৮) ও আব্দুল মাজিদ (৩৯)। প্রাইম ব্যাংকের চেয়ে এখনো ৭৪ রানে পিছিয়ে রয়েছে।

১৯১ রানে থামল প্রাইম ব্যাংক: ওয়ালটনের বোলারদের দাপটে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে থামল প্রাইম ব্যাংক সাউথ জোন। টস হেরে আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি এসেছে ওপেনার ফজলে মাহমুদের কাছ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন অধিনায়ক নুরুল হাসান। ওয়ালটনে হয়ে এবাদত হোসেন ও মোশাররফ হোসেন ৪টি করে উইকেট নিয়েছে। তাদের দাপটের দিনে প্রথম ইনিংসে দলীয় দুইশ রানের আগেই থামতে হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোনকে।

এবাদতের পর মোশাররফের ৪ উইকেট: পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ওয়ালটনের বোলার এবাদত হোসেনের পর ৪টি উইকেটের দেখা পেলেন মোশাররফ হোসেন রুবেল। শেষদিকে জিয়াউর, আব্দুর রাজ্জাক ও কামরুল ইসলাম রাব্বিকে ফিরিয়ে প্রাইম ব্যাংকের ইনিংসের ইতি টেনে দেন তিনি।

এবাদতের চতুর্থ শিকার নুরুল:  সাউথ জোনের অধিনায়ক নুরুল হাসানকে নিজের চতুর্থ শিকারে পরিনত করলেন এবাদত হোসেন। ব্যক্তিগত ২৮ রানে এবাদতের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় নুরুলকে। এ উইকেটের মধ্য দিয়ে সাউথ জোন শিবিরের বিপর্যয় আরো বাড়িয়ে দেন এবাদত।

তুষারকে বিদায় করলেন মোশাররফ: পঞ্চম রাউন্ডের প্রথম দিনে উইকেটের দেখা পেলেন মোশাররফ হোসেন রুবেল। প্রাইম ব্যাংকের ইনিংসের ১১৩ রানের মাথায় তিনি বিদায় করলেন তুষার ইমরানকে। মোশাররফের বলে ওয়ালটনের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন তুষার।

মধ্যাহ্নভোজের আগে ওয়ালটনের ৩ সাফল্য: পঞ্চম রাউন্ডের শুরুতে প্রাইম ব্যাংক সাউথ জোনের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে দিচ্ছে না ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলাররা।মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই টপঅর্ডারের তিনটি উইকেট তুলে নিয়েছে তারা। ওয়ালটনের হয়ে এবাদত হোসেন শুরুতে এনামুল ও ফজলে মাহমুদকে ফেরানোর পর ইমরুল কায়েসকে সাজঘরে পাঠান সালাউদ্দিন সাকিল।

ইমরুলকে ফেরালেন সাকিল: ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে তৃতীয় উইকেটটি পেলেন সালাউদ্দিন সাকিল। শুরুতে দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ইমরুল কায়েস। কিন্তু ওয়ানডাউনে নামা এ ব্যাটসম্যানকেও দাঁড়াতে দেয়নি ওয়ালটনের বোলাররা। ব্যক্তিগত ২৬ রানে ওয়ালটনের সালাউদ্দিন সাকিলের বলে মোশাররফ হোসেনের হাতে ধরা পড়েন ইমরুল।

দলীয় শতরান সাউথ জোনের: ইনিংসের ২০তম ওভারের প্রথম বলেই দলীয় শতরানে পৌঁছেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ১১৫ বলে দলীয় শতরানে পৌছতে ৯টি অতিরিক্ত রান পেয়েছে দলটি।

এবাদতের দ্বিতীয় শিকার এনামুল: ওয়ালটনের দ্বিতীয় সাফল্যটিও এবাদত হোসেনের হাত ধরে আসে। প্রাইম ব্যাংক সাউথ জোনের ইনিংসের ৭৫ রানের সময় এবাদত সাজঘরে পাঠান আরেক ওপেনার এনামুলক হককে। ব্যক্তিগত ২৩ রানের সময় এবাদতের বলে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন এনামুল।

শুরুতে এবাদতের আঘাত: সাউথ জোন শিবিরে প্রথমে আঘাত হানেন ওয়ালটনের বোলার এবাদত হোসেন। ইনিংসের ৬৪ রানের সময় সাউথ জোনের ওপেনার ফজলে মাহমুদকে ফেরান  তিনি। এ সময় ব্যক্তিগত ৪০ রানে এবাদতের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়ে ফজলে মাহমুদ।

আগের রাউন্ডে বগুড়ায় বিসিবি নর্থ জোনের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখায় ওয়ালটন সেন্ট্রাল জোন।যদিও ম্যাচ ড্র হয়। দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেই ম্যাচ থেকে পেয়েছে ১০ পয়েন্ট। তাতে পয়েন্ট টেবিলে উন্নতি না হলেও শক্ত অবস্থানে আছে ওয়ালটন। শেষ দুই রাউন্ডে ভালো কিছু করতে পারলে তাদেরও সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।


প্রথম চার রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে বিসিবি নর্থ জোন। ৩৯ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন দুইয়ে, ৩৮ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন তিনে আছে। আর ওয়ালটন সেন্ট্রাল জোন ২৯ পয়েন্ট নিয়ে চারে আছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়