ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কাবুলের পশ্চিমে দাশত-ই বার্চি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানিয়েছেন, ভোটার পরিচয় পত্র বিতরণ কেন্দ্রের প্রবেশমুখে এক আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের বাইরে ভোটাররা পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন।

 



ইসলামিক স্টেট গ্রুপ- আইএস এই হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি তাদের আমাক নিউজ এজেন্সির মাধ্যমে জানায়, বিস্ফোরক বেল্ট পরে তাদের এক আত্মঘাতি সদস্য ওই নিবন্ধন কেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, নিবন্ধন কেন্দ্রে পরিচয় পত্র দেওয়ার সময় সেখানে এক ব্যক্তি হেটে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানিয়েছেন, হামলায় ৪৮ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

 



দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পার্লামেন্ট নির্বাচনকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সরকারের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/শাহেদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়