ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌদি হামলায় হুতির প্রধান রাজনৈতিক নেতা নিহত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি হামলায় হুতির প্রধান রাজনৈতিক নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধান রাজনৈতিক নেতা সালেহ আল-সাম্মাদ নিহত হয়েছেন। ইয়েমেনের হুদাইদা প্রদেশে তিনি নিহত হন বলে হুতি বিদ্রোহীরা জানিয়েছে।

হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি নেটওয়ার্কের প্রতিবেদনে সোমবার বলা হয়, ইয়েমেনের রাজধানী সানা ও আরো কয়েকটি অঞ্চল পরিচালনাকারী হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট সালেহ আল-সাম্মাদ গত বৃহস্পতিবার নিহত হন।

মাহদি আল-মাশাতকে সালেহর উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এখন থেকে তিনিই হুতিদের নেতৃত্ব দেবেন বলে বিদ্রোহী গ্রুপটি দাবি করে।

সোমবার রাতে টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক আল-হুতি জানান, গত বৃহস্পতিবারের সৌদি বিমান হামলায় মোট সাতজন নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘অপরাধ আমাদের রাষ্ট্র ও জনগণের ইচ্ছাকে নষ্ট করতে পারবে না ... এর সঠিক জবাবদিহিতা করতে হবে।’

আবদুল মালিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সৌদি শাসকদের আগ্রাসন এসব অপরাধের জন্য আইনত দায়ী।’

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়