ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মানহানির মামলা করলেন হিথ স্ট্রিক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানহানির মামলা করলেন হিথ স্ট্রিক

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়েকে বিশ্বকাপের মূলপর্বে তোলতে না পারায় কিছুদিন আগে পুরো কোচিং স্টাফকে বহিস্কার করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এর মধ্যে দেশটির প্রধান কোচ হিথ স্ট্রিকও বাদ যাননি। এক সময় বাংলাদেশ জাতীয় দলে বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সেই হিথ স্ট্রিক এবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চেয়ারম্যান তেভেঙ্গা মুকুহলানির বিরুদ্ধে মানহানির মামলা করেছন। কারণ, হিথ স্ট্রিককে নাকি‘বর্ণবাদী’বলেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চেয়ারম্যান। এমন মন্তব্যের পর ভিডিও বার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হিথ স্ট্রিক। জাতীয় দল থেকে কোচের দায়িত্ব হারানো স্ট্রিক এবার মুকুহলানির বিরুদ্ধে ১০ লাখ ডলারের মানহানির মামলা করেছেন। স্ট্রিকের আইনজীবী এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অভিযোগ করেছিলেন বিশ্বকাপ বাছাইয়ের সময় স্ট্রিক নাকি কিছু সিদ্ধান্ত নিয়েছেন বর্ণবাদে প্রভাবিত হয়ে। মুকুহলানি ডেইলি নিউজিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন ,‘স্ট্রিক একই সঙ্গে কোচ ও নির্বাচক ছিলেন। তার সেই কর্তৃত্ব ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সে যেভাবে দল পাল্টিয়েছে তা কীসের ভিত্তিতে? সাদা খেলোয়াড়রা জানতো যে পিজে মুর আরব আমিরাতের বিপক্ষে খেলবে। কিন্তু কৃষ্ণ কোনও খেলোয়াড় বিষয়টি জানতো না। সে কেনও পুরো দলকে জানায়নি?’

বোর্ড চেয়ারম্যানের এমন বক্তব্যের পর প্রতিবাদ জানিয়ে স্ট্রিক বলেছিলেন, ‘আমার কাছাকাছি যারা আছে সবাই জানে আমি বর্ণবাদের ছায়াতলে কখনই ছিলাম না। আমাকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চেয়ারম্যান বর্ণবাদী বলেছেন। আমি মনে করি অভিযোগটি ভুল এবং হাস্যকর।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়