ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দশকের মধ্যে লেবাননে প্রথম সংসদীয় ভোট চলছে

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দশকের মধ্যে লেবাননে প্রথম সংসদীয় ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লেবাননে। রোববার সকালে ভোটগ্রহণের উদ্দেশে ভোটকেন্দ্রগুলো খুলেছে।

লেবাননে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। চার বছর মেয়াদি সংসদ গঠিত হলেও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় অস্থিতিশীলতা ও দেশের নির্বাচনী আইন সংস্কারের কারণে সংসদের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়।

এবারের নতুন নিয়মের নির্বাচনে দেশটির জেলা সংখ্যা কমানো হয়েছে এবং প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দানের সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্র কর্তৃক স্বীকৃত ‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠন’ হিজবুল্লাহ ও অন্যান্য দল এ নির্বাচনের মাধ্যমে সংসদে তাদের আসন বাড়াতে চাইছে।

১২৮টি আসনের জন্য স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। সোমবার কিংবা মঙ্গলবারের আগে আনুষ্ঠানিক ফল জানা যাবে না। তবে রোববার রাত থেকেই অনানুষ্ঠানিক ফল জানা যাবে।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়