ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘গরিবের জন্য কেন আইন প্রয়োগ হবে না’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গরিবের জন্য কেন আইন প্রয়োগ হবে না’

নিজস্ব প্রতিবেদক : ‘সংবিধান অনুযায়ী সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। ধনীর জন্য আইন প্রয়োগ হলে গরিবের জন্য কেন হবে না? শুধু নিয়মকানুন জানার অভাবে অনেকে জামিনযোগ্য মামলাতেও কারাগারে আছেন।’

শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা জজদের উদ্দেশে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী।

তিনি বলেন, আইন থাকলে সেটা কেউ প্রয়োগ না করলে বেআইনি কাজ করছেন ও তিনি আইন মানছেন না।

তিনি আরো বলেন, এর আগে আমরা দেখতাম, জেল আপিলের শুনানিই হতো না। হাইকোর্টে আমরা যখন ছিলাম, ভাগ করে চেম্বারে বসে নথি দেখে রায় দিতাম। এখন লিগ্যাল এইডে যারা আছেন তাদের এই আপিলগুলো শুনানির জন্য উদ্যোগ নিতে হবে। এসব আপিলেও পেপারবুক থাকতে হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে তিনি বলেন, আমরা আজকে মহাকাশে গিয়েছি। সুতরাং আমরা সুবিচারও নিশ্চিত করতে পারব।

লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়