ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরাকে বিজয়ের পথে মুকতাদা আল-সদর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরাকে বিজয়ের পথে মুকতাদা আল-সদর

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের পথে রয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাকের ১৮টি প্রদেশের মধ্যে ১৬টির ৯১ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। এতে দেখা গেছে, সবার চেয়ে এগিয়ে আছে মুকতাদা আল-সদরের দ্য সাইরুন অ্যালায়েন্স অব শিয়া। এরপরেই আছে ইরান সমর্থিত হাদি আল-আমিরির শিয়া জোট ফাতাহ কোয়ালিশন। আর ভোট গণনা প্রথম দিকে এগিয়ে থাকা প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দল নাসর কোয়ালিশন এখন তৃতীয় অবস্থানে রয়েছে।

ইরাকের দুটি প্রদেশে প্রার্থী দেয়নি সদরের দল। ওই দুটি প্রদেশ হচ্ছে কুর্দিদের দহুক ও মিশ্রিত জাতিগোষ্ঠীর কিরকুক। স্থানীয় দলগুলোর মধ্যে উত্তেজনা কারণে এ দুটি প্রদেশের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে মোট ফলাফলে সদরের জয়ে কোনো প্রভা ফেলতে পারবে না।

সদরের জোট সারাদেশে ১৩ লাখের বেশি ভোট পেয়েছে। সেই হিসাবে সদর ও কমিউনিস্ট পার্টির জোট ৩২৯ আসনের সংসদে ৫৪টি আসন পেয়েছে।

ইসলামিক স্টেটকে ইরাক থেকে বিতাড়িত করার পর এটাই দেশটির প্রথম সাধারণ নির্বাচন। তবে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের হার ছিল ৪৪ দশমিক ৫২ শতাংশ। ২০১৪ সালের তুলনায় এই হার ১৫ শতাংশ কম।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়