ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্ষুব্ধ কিম, দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা বাতিল

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষুব্ধ কিম, দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বুধবার পূর্বনির্ধারিত উচ্চ পর্যায়ের এক আলোচনা বাতিল করেছে উত্তরের নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ওই মহড়া একটি ‘উস্কানি’ ছাড়া আর কিছু নয় এবং তা আক্রমণের পূর্বপ্রস্তুতি।

এ ঘটনার পর উত্তর কোরিয়া আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক আলোচনার ভাগ্য নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয়।

গত মার্চে, বৈঠকের জন্য কিম জং উনের দেওয়া এক প্রস্তাবে রাজি হয়ে বিশ্বকে বিস্মিত করে দেন ট্রাম্প।

ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘বিশ্ব শান্তির জন্য এই আলোচনাকে বিশেষ মুহূর্ত হিসেবে তৈরি করতে আমরা দুজনই চেষ্টা করব।’

উত্তর কোরিয়ার হুমকির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়া তাদের অবস্থান পরিবর্তন করে থাকলে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল নয়।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়