ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে নিপা ভাইরাসে ৯ জনের মৃত্যু

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে নিপা ভাইরাসে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবার হঠাৎ করে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে।

দেশটির দক্ষিণের রাজ্য কেরালায় গত ১৫ দিনে নয়জন মারা গেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে তিনজনের রক্ত পরীক্ষা করে নিপা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বাকি ছয়জনের রক্তেও এ ভাইরাস পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া, কেরালার কোঝিকোদ এলাকায় আরো ২৫ ব্যক্তি নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিপা এমন এক ধরনের ভাইরাস যা প্রাণী থেকে মানবদেহে স্থানান্তরিত হতে পারে। সাধারণত বাদুর থেকে এ রোগ বেশি ছড়ায়।

এ রোগে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশ মারা যায়। চিকিৎসকেরা এখনো এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়