ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিশু যৌন নিপীড়ন ধামাচাপায় আর্চবিশপ দোষী সাব্যস্ত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু যৌন নিপীড়ন ধামাচাপায় আর্চবিশপ দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের ওপর ১৯৭০ সালে চালানো যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অপরাধে এক ক্যাথলিক আর্চবিশপকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার আদালত। অ্যাডিলেডের আর্চবিশপ ফিলিপ উইলসন হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্যাথলিক যিনি এ অপরাধে দোষী সাব্যস্ত হলেন।

১৯৭০-এর দশকে নিউ সাউথ ওয়েলসের যাজক জেমস ফ্লেচার গির্জার ছেলেশিশুদের যৌন নির্যাতন করতেন। ফিলিপ উইলসন ওই সময় ফ্লেচারের সহকারী ছিলেন। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, এ ঘটনা তাকে জানানো হলেও তিনি বিষয়টি প্রতিকারের কোনো চেষ্টা করেননি। উল্টো গির্জার ভাবমূর্তি রক্ষার জন্য ঘটনাটি আড়াল করেন। অবশ্য ফিলিপ উইলসন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

গির্জা থেকে দেওয়া এক বিবৃতিতে উইলসন বলেছেন, ‘তিনি  এই রায়ে একেবারেই হতাশ এবং তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।

তার দাবি, তিনি যখন মিটল্যান্ডের সহকারী যাজক ছিলেন, ওই সময়ে যাজক জেমস ফ্লেচারের যৌন নির্যাতনের বিষয়ে তিনি অবগত ছিলেন না।

প্রসঙ্গত, ২০০৪ সালে নয় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন ফ্লেচার। ২০০৬ সালে কারাগারেই তার মৃত্যু হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়