ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রথ আর নেই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রথ আর নেই

রাইজিংবিডি ডেস্ক : আমেরিকার বিখ্যাত লেখক, পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ  রথ (৮৫) আর নেই।  মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটেনে একটি হাসপাতালে মারা যান তিনি।

ফিলিপের এক বন্ধু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে ফিলিপ  রথ মারা গেছেন।

পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ  রথ বেশ কয়েকটি উপন্যাসের জন্য সমাদৃত হয়ে থাকবেন। তার বিখ্যাত লেখা অ্যামেরিকান পাস্তোরাল, পোর্টনয়স’কমপ্লেইন্ট এবং গুডবাই কলম্বাস। তার বেশিরভাগ লেখা-ই ইহুদি জীবন নিয়ে লেখা। জীবন ও মার্কিন আদর্শ নিয়ে্ও তিনি লেখালেখি করতেন।

ফিলিপ  রথের জন্ম ১৯৩৩ সালের ১৯ মার্চ। তিনি বিশ শতকের অন্যতম শক্তিশালী ঔপন্যাসিক। এ পর্যন্ত তার ২৪টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে। ‘আমেরিকান পাস্টোরাল’ উপন্যাসের জন্য তিনি ১৯৯৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। এছাড়া ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও পেন অ্যাওয়ার্ড লাভ করেন।

 

 


সূত্র : বিবিসি, গার্ডিয়ান




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়