ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আকস্মিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আকস্মিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতা

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিকভাবেই দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত সীমান্তে সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ নেতা। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠক নিশ্চিত করতেই কিম জং উন ও মুন জায়ে শনিবার বৈঠকে মিলিত হন।

কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে গত মাসে তারা সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে বৈঠক করেছিলেন।

সিঙ্গাপুরে ১২ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার কিমের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বৈঠকটি বাতিল ঘোষণা করেন। শুক্রবার আগের অবস্থান সরে এসে বৈঠকটি হওয়ার সুযোগ এখনও আছে বলে জানান ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের দপ্তর এক বিবৃতিতে বলেছে, শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দুই নেতা বৈঠক করেছেন।

মুনের দপ্তরের মুখপাত্র বলেছেন,  ‘যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন সফল করতে এবং পানমুনজম ঘোষণা বাস্তবায়নে দুই নেতা আন্তরিকভাবে মতবিনিময় করেছেন'।

মুন সকালে বৈঠকের ফলাফল রোববার ঘোষণা করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়