ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘যুব সমাজকে মাদকের মরণ থাবা থেকে রক্ষা করতে হবে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যুব সমাজকে মাদকের মরণ থাবা থেকে রক্ষা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী অভিযানের নামে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

বক্তারা সরকারের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সত্যিকার মাদক ব্যবসায়ী, মাদক চোরাকারবারিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব সমাজকে মাদকের মরণ থাবা থেকে রক্ষা করতে হবে। মাদক সম্পর্কে প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ড. এম এ সামাদ, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়