ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উরুগুয়ের বিপক্ষে অনিশ্চিত সালাহ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উরুগুয়ের বিপক্ষে অনিশ্চিত সালাহ

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। ইনজুরিতে পড়লেও মিশরের হয়ে বিশ্বকাপ খেলতে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বিশ্বকাপের শুরু থেকেই তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী ছিল মিশরও। কিন্তু আজ মঙ্গলবার মিশর ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে সালাহর খেলার সম্ভাবনা কম। তারপরও তারা আশাবাদী। 

উরুগুয়ের বিপক্ষে সালাহ খেলতে পারবেন কিনা জানতে চাইলে মিশর ফুটবল সংস্থার নির্বাহী পরিচালক ইহাব লেহিতা বলেন, ‘সে ধীরে ধীরে সেরে উঠছে। আগের চেয়ে ভালো বোধ করছে। তবে আজকেই আমি নিশ্চিত করে বলতে পারছি না যে সে মিশরের হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে। তার খেলার বিষয়ে যেটা বলতে পারি সেটা হল- আমরা আশাবাদী যে সে খেলতে পারবে।’

বিশ্বকাপে মিশর রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, রাশিয়া ও সৌদি আরব। ১৫ জুন প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। এরপর রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে খেলবে।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়