ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হচ্ছে

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হচ্ছে

রাইজিংবিডি ডেস্ক : সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ (শুক্রবার) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট।

সৌদি আরব ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোতেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার এসব দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

সূত্র : আল-আরাবিয়া, গালফ নিউজ



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়