ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশ্মীরে প্রখ্যাত সাংবাদিককে গুলি করে হত্যা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীরে প্রখ্যাত সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে এক প্রখ্যাত সাংবাদিক-সম্পাদককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই হামলায় তার এক দেহরক্ষীও নিহত হন এবং অপর এক দেহরক্ষী আহত হন।

সুজাত বুখারি নামের ওই সম্পাদককে শ্রীনগরে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

সুজাত ‘দ্য রাইজিং কাশ্মীর নিউজপেপার’ পত্রিকার সম্পাদক ও বিবিসি নিউজের নিয়মিত কন্ট্রিবিউটর ছিলেন। তার পত্রিকার অফিসের সামনেই নিজস্ব গাড়িতে থাকাকালীন তিনি হামলার শিকার হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের দায় কেউ এখনো শিকার করেনি। তবে পুলিশ জানিয়েছে, এ হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুজাত ২০১৬ সালে বিবিসিতে কাশ্মীরের সাংবাদিকদের জীবননাশের হুমকির বিষয়ে একটি অনুচ্ছেদ লিখেছিলেন।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়