ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অভিবাসী শিশুদেরকে পরিবার থেকে আলাদায় উদ্বিগ্ন মেলানিয়া

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিবাসী শিশুদেরকে পরিবার থেকে আলাদায় উদ্বিগ্ন মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসী পরিবারের শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে, এমন বিতর্কিত নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়ার ‍মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করা হচ্ছে, এটি দেখতে ঘৃণা করেন মিসেস ট্রাম্প। তিনি অভিবাসন প্রক্রিয়ার সফল সংস্কার চান।’

এর মাধ্যমে অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘জিরো টলারেন্সের’ বিপরীতে অবস্থান নিলেন মেলানিয়া।

এদিকে, প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশও ট্রাম্পের এ নীতিকে ‘অনৈতিক’ বলে অভিহিত করেছেন।

গত ছয় সপ্তাহে প্রায় ২ হাজার পরিবার বিছ্ন্নি হয়েছে অবৈধ সীমানা পাড়ি ও অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ও পদক্ষেপের কারণে।

আশ্রয়ের আশায় যেসব পরিণত লোক সীমানা পাড়ি দিয়েছেন তাদের অনেককেই আটক করা হয়েছে এবং অনুপ্রবেশের দায়ে ফৌজদারি বিচারের সম্মুখীন করা হচ্ছে।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়