ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে।

সারা’র সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপ-মহাপরিচালক এজরা সাইদফের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জেরুজালেম জেলার সরকারি আইনজীবী প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবন সাজসজ্জার জন্য নেওয়া ১ লাখ মার্কিন ডলারের অপব্যবহার করেছেন তিনি। এছাড়া অন্যায়ভাবে এক শেফকে ১০ হাজার মার্কিন ডলার দেওয়ার অভিযোগও রয়েছে সারার বিরুদ্ধে।

প্রসঙ্গত, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কয়েকবারই দুর্ব্যবহার ও জনগণের অর্থ অপব্যয়ের অভিযোগ উঠেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়