ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তর কোরিয়া এখানো বড় হুমকি : ট্রাম্প

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর কোরিয়া এখানো বড় হুমকি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের জন্য এখনো বড় ধরনের হুমকি।

শুক্রবার উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ নবায়ন করে ট্রাম্প এ কথা বলেন।

অথচ ১০ দিন আগেই ট্রাম্প বলেছিলেন, পিয়ংইয়ং থেকে কোনো হুমকি নেই। ১৩ জুন ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক শেষে এক টুইটার বার্তায় বলেছিলেন, ‘উত্তর কোরিয়া থেকে এখন আর কোনো হুমকি নেই।’

এদিকে, উত্তর কোরিয়াকে বড় হুমকি হিসেবে ট্রাম্প নতুন আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে তাদের আরো দুটি সামরিক প্রশিক্ষণ বাতিল করেছে।

এ ব্যাপারে পেন্টাগন জানায়, এ প্রশিক্ষণ বাতিলের লক্ষ্য হলো কূটনৈতিক আলোচনাকে সমর্থন করা।

তথ্য : বিবিসি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়