ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সামরিক মহড়া স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামরিক মহড়া স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেছেন, ‘সিঙ্গাপুরের সম্মেলনের ফলাফল বাস্তবায়নে সমর্থন দিতে এবং আমাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয়ের জন্য প্রতিরক্ষামন্ত্রী মাত্তিস অনির্দিষ্টকালের জন্য মহড়া বাতিল করেছেন।’

তিনি বলেন, ‘এর মধ্যে আগামী তিন মাসের মধ্যে দুটি কোরীয় নৌসেনা বিনিময় প্রকল্পের প্রশিক্ষণ মহড়াসহ ফ্রিডম গার্ডিয়ান মহড়াও রয়েছে।’

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আগামী তিন মাসের মধ্যে যে দুটি মহড়া হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এটা উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন ও দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া সম্মেলনের পরবর্তী পদক্ষেপ।’

গত ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প কোরীয় উপদ্বীপে ‘প্ররোচনামূলক মহড়া’ বন্ধের ঘোষণা দিয়েছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়