ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ তুরস্কে নির্বাচন, এরগোয়ানের অগ্নিপরীক্ষা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ তুরস্কে নির্বাচন, এরগোয়ানের অগ্নিপরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য সুযোগ দেওয়া হবে কি না, তুরস্কে তা নির্ধারণ হতে যাচ্ছে আজ রোববার।

দেশটিতে আজ জাতীয় নির্বাচন। গত কয়েক বছরের মধ্যে এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবা হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৮টায় প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে এ ভোটগ্রহণ হবে।

এরদোয়ান এ নির্বাচন জয়ী হলে নতুন প্রবল ক্ষমতা আয়ত্ত করবেন, যা সমালোচকদের ভাষায় ‘গণতান্ত্রিক শাসনকে সঙ্কুচিত করবে’।তবে এবারের নির্বাচন এরদোয়ান কিংবা তার দল একে পার্টির জন্য সহজ হচ্ছে না। তাদেরকে মধ্য-বামপন্থি প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির মুহারেমের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে।

২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে দেশটিতে সেনাশাসন বলবৎ রয়েছে।

আজকের এই নির্বাচন ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোয়ান এটি এগিয়ে নিয়ে আসেন।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়