ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ আমীর খসরুর

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশের তল্লাশিসহ নানাভাবে হয়রানির অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। একই সঙ্গে সরকারের দলের প্রার্থীসহ অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গেরও অভিযোগ এনেছেন তিনি।

সোমবার বিকেলে সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আমীর খসরু মাহমুদ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

আরিফের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘‘বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, ৩০ জুলাই পর্যন্ত তাদের এলাকা ছেড়ে থাকারও নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপি যাতে নির্বাচনী কার্যক্রম চালাতে না পারে, তা শুরু হয়ে গেছে। তবে আমরা আশা করি, জনগণ তাদের সঠিক জবাব দেবে।’’

তিনি আরো বলেন, ‘‘সিলেটে মানুষ স্বাধীনতাকামী, গণতন্ত্রমনা। আগামী ৩০ জুলাইয়ের ভোটে সিলেটের মানুষ সরকারের নির্বাচনী প্রকল্প ভেঙে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’’

বিএনপির মেয়র প্রার্থী আরিফ বিধিমালার প্রতি সম্মান দেখিয়ে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালাচ্ছেন না বলে উল্লেখ করেন। তিনি এও অভিযোগ করেন, ‘‘আরিফ প্রচারণা না চালালেও সরকার দলের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানসহ অন্য প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণা অব্যাহত রেখেছেন। আমরা যা নির্বাচনে কমিশনের কাছে জানিয়েছি।’’

সিসিক নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে মেয়র প্রার্থী হওয়ায় নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে দলীয় ফোরামে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের ব্যাপারে তার দল ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সিলেট/০৯ জুলাই ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়