ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ন্যাটোকে সামরিক ব্যয় বাড়াতে চাপ দিলেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ন্যাটোকে সামরিক ব্যয় বাড়াতে চাপ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো সামরিক জোটের সদস্যদের সামরিক ব্যয় বাড়ানোর ওপর আবারও  জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সদস্য দেশকে তাদের প্রতিশ্রুত জাতীয় আয়ের মোট ৪ শতাংশ ন্যাটোর সামরিক বাজেটে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের শেষ দিনে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘রাশিয়া থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্টরা বছরের পর বছর ধরে জার্মানি ও ন্যাটোর অন্য ধনী দেশগুলোর কাছ থেকে বেশি অর্থ আদায়ের ব্যর্থ চেষ্টা করেছেন। তারা কেবল খরচের একটি ভগ্নাংশ দেয়। ইউরোপকে ভর্তুকি হিসেবে যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি ডলার দেয় এবং বিনিময়ে বাণিজ্যে হেরে যায়।’

তিনি বলেছেন, ‘যার কাছ থেকে নিরাপদে থাকতে চায় সেই রাশিয়াকে এদের সবার শীর্ষে থাকা জার্মানি অর্থ দেওয়া শুরু করেছে;  নতুন পাইপ লাইন দিয়ে জ্বালানির জন্য রাশিয়াকে তারা শত শত কোটি ডলার দিচ্ছে। গ্রহণযোগ্য নয়! ন্যাটোর প্রত্যেকটি দেশকে তাদের প্রতিশ্রুত ২ শতাংশ দিতে হবে এবং অবশ্যই শেষ পর্যন্ত ৪ শতাংশের দিকে যেতে হবে।’

এর আগে বুধবার ট্রাম্প অভিযোগ করেছিলেন, রাশিয়ার কাছে জার্মানি বন্দি হয়ে আছে। এর কারণ হিসেবে তিনি জানান, জার্মানির গ্যাসের ৭০ শতাংশই রাশিয়া থেকে আমদানি হয়। নতুন করে গ্যাস লাইন স্থাপন ও আমদানির জন্য আবারও রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে জার্মানি। গ্যাসের জন্য জার্মানি কোটি কোটি ডলার রাশিয়াকে দিচ্ছে অথচ ন্যাটো প্রতিরক্ষা ব্যয় মেটাতে তারা বকেয়া অর্থ পরিশোধ করছে না।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়